হনিমুনে গিয়ে জীবনসঙ্গী যদি যৌন সম্পর্কে অনাগ্রহী হয় তা কোনও নিষ্ঠুর আচরণ নয়। পুরুষ সঙ্গী তথা স্বামীর এই আচরণ সহজ ভাবেই মেনে নেওয়া উচিত মহিলাদের। আজ এই মর্মে রায় দিল ভারতের মুম্বই হাইকোর্ট।
২০১২ সালের ডিসেম্বর মাসে ২৯ বছরের এক মহিলা পারিবারিক আদালতে তার স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলার প্রেক্ষিতে এই রায় দেন।
বিচারক ভি কে তাহিলরামানি ও পিএন দেশমুখের ডিভিশন বেঞ্চ রায়ে আরো বলেন, “ঠিক তেমনই কোনও মহিলা যদি বিয়ের পর শার্ট, প্যান্ট পরে অফিসে যান অথবা অফিসের কাজে তাকে কিছুদিন শহরের বাইরে থাকতে হয় তাও স্বামীকে মেনে নিতে হবে।”
বিচারকরা বলেন, “বিবাহিত জীবনকে সবদিক বিবেচনা করে বিচার করা উচিৎ। কোনও বিছিন্ন ঘটনা দিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিৎ নয়। যে কোনও সম্পর্কে সময় খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছুদিন একসঙ্গে থাকার পরেও যদি একে অপরের প্রতি নিষ্ঠুর আচরণ চলতে থাকে, মানিয়ে নিতে সমস্যা হয়, তখন ভাবা যেতে পারে একে অপরের সঙ্গে থাকবেন কিনা।”
তারা বলেন, “শারীরিক ও মানসিক অত্যাচার নিষ্ঠুরতার পরিচয় দেয় ঠিকই। বিবাহিত জীবনে ঝগড়া, অশান্তি খুব স্বাভাবিক ঘটনা। প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি হয়ে থাকে। কিন্তু সেটাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের জন্য পর্যাপ্ত কারণ হতে পারে না।”