অবশেষে বোধ হয় অপেক্ষা পালা শেষ হল, খোঁজ মিলল নিখোঁজ মালয়েশিয়ান উড়োজাহাজের বিধ্বস্ত হবার সম্ভব্য স্হান।
চীনের একটি স্যাটেলাইট কোম্পানী স্যাটেলাইট ছবি বিশ্লেষন করে উড়োজাহাজটি বিধ্বস্ত হবার সন্দেহভাজন একটি স্হান চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির সন্ধানে নিয়োজিত চীনের একটি উপগ্রহ সাগরে ‘সন্দেহজনক ধ্বংসাবশেষ’ শনাক্ত করেছে।
সিএনএন চীনের অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্সের বরাত দিয়ে জানায়, তাদের উপগ্রহ থেকে তোলা ছবিতে সাগরে ভাসমান তিনটি সন্দেহজনক ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। এই ধ্বংসাবশেষগুলোর ধরন এবং সেগুলোর আকারই নিখোঁজ বিমানটির সন্ধানে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করতে পারে। এর একটির আকার ১৩–১৮ মিটার (৪৩ ফুট বাই ৫৯ ফুট), একটির আকার ১৪–১৯ মিটার, অন্যটির ২৪–২২ মিটার।
৯ মার্চ, ২৩৯ জন যাত্রী ও বিমানকর্মী নিয়ে বিমানটি নিখোঁজ হওয়ার পরদিনই চীনের কৃত্রিম উপগ্রহ এই ছবিগুলো তুলেছিল। তবে গতকাল বুধবারই এটি প্রথম প্রকাশ করা হয়।
এদিকে মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একটি দল চীনের স্যাটেলাইটে পাওয়া ঐ ধ্বংসাবশেষের দিকে রওনা হয়েছে।
স্কাই নিউজে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ধ্বংসাবশেষ পাবার খবর:
)