খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও
ঢাকা, ২২ জানুয়ারী : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ঢাকা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও ঢাকা হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অবরোধ,হরতাল ও গাড়িতে বোমা হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও অভিমুখে রওয়ানা হয়। তবে পুলিশ বাধা দেওয়ায় তারা কার্যালয় পর্যন্ত যেতে পারেনি। কার্যালয়ের কাছে গুলশান ২ নম্বর গোলচত্বরে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। খালেদা জিয়ার বিচার দাবি করে সেখান থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এসব সংগঠনের প্রায় দেড় সহস্রাধিক শ্রমিক বিএনপি নেত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে।