মান্নাকে ভয় পায় সরকার
ঢাকা : নাগরিক ছাত্র ঐক্যের নেতারা বলেছেন, ‘আসলে এ সরকার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ভয় পায়। কেননা তারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রেখেছে। আর তাদের এই ক্ষমতায় টিকে থাকাকে জনগণকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিলেন মান্না। তাই তাকে দীর্ঘ এক বছর ধরে বিনা বিচারে কারাবন্দি করে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিনা চিকিৎসায় তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে।’
বুধবার অনতিবিলম্বে মান্নার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিলকালে সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে নাগরিক ছাত্র ঐক্য।
বক্তারা বলেন, ‘চাকসুর সাবেক জিএস ও ডাকসু’র দু’বারের ভিপি সফল ছাত্রনেতা এবং তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক মাহমুদুর রহমান মান্নাকে বিনা বিচারে-বিনা চিকিৎসায় আটক রেখে নির্যাতন করে তার জীবন সংকটাপন্ন করে তোলা হচ্ছে। মারাত্মক অসুস্থ হলেও তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।’
এর আগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ষড়যন্ত্রমূলকভাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে শুধুমাত্র তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার দায়ে কারাবন্দি করা হয়। কারণ, এখনও পর্যন্ত সরকার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি বলেও জানানো হয় মানববন্ধন থেকে।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সভাপতি আহমেদ আজম রূপু, যুব ঐক্যের আহ্বায়ক শাহীনুল আলম, কেন্দ্রীয় নেতা মো. কামরুজ্জামান, স্বপ্না আক্তার, নাগরিক ঐক্যের ইকবাল কবির, অধ্যাপক এনামুল হক, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ ও ছাত্র ঐক্যের এমরান খান প্রমুখ।