‘কৃষ্ণপক্ষ’ নিয়ে জাজের ওপর নাখোশ ইমপ্রেস

2016_03_04_18_23_51_pz91xBhlo7kNGLrHbqYokPDSolS0a6_original

ঢাকা: পরিবেশক হিসেবে জাজ মাল্টিমিডিয়াকে বাদ দিল ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন চলচ্চিত্রটির নির্মাতা মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত এ চলচ্চিত্র মুক্তি পায় গত ২৬ ফেব্রুয়ারি। এ দিন বহুল প্রতীক্ষিত ও আলোচিত চলচ্চিত্রটি মুক্তি পায় মাত্র ১৬টি সিনেমা হলে। চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস ও ঢালিউড হার্টথ্রব মাহি অভিনীত চলচ্চিত্রটির হল সংখ্যা দেখে বিস্মিত হন চলচ্চিত্র সংশ্লিষ্ট ও হুমায়ূনভক্তরা। এ পরিপ্রেক্ষিতে সমালোচনার মুখোমুখি হয় পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

পরিবেশক হিসেবে তাদের গাফিলতির অভিযোগ এলেও, প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ মিডিয়ায় অভিযোগটি নাকচ করে দেন। হলমালিকদের ওপর দায় চাপিয়ে আজিজ আত্মপক্ষ সমর্থন করেন।

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত তারকাবহুল চলচ্চিত্রটির দর্শকদের কাছে পৌঁছাতে না পেরে পরিবেশক প্রতিষ্ঠানের ওপর নাখোশ হন ছবিটির নির্মাতা মেহের আফরোজ শাওন ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস।

তাই, শুক্রবার মুক্তির দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবেশনার দায়িত্ব নিজের হাতেই নিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস। ফলে প্রথম সপ্তাহে জাজ কর্তৃক মুক্তিপ্রাপ্ত ১৬ হলের মধ্যে কেবল ঢাকা শহরের চারটি সিনেপ্লেক্স ছাড়া বাকিগুলো থেকে ‘কৃষ্ণপক্ষ’ নামিয়ে নেয়া হয়েছে। বর্তমানে ঢাকার চারটি সিনেপ্লেক্সসহ যুক্ত হয়েছে মোট আরো ৯টি সিনেমা হল।

এ প্রসঙ্গে শুক্রবার কথা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজের সঙ্গে। বাংলামেইলকে তিনি বলেন, আসলে আমাদের পরিবেশনা নিয়ে ওরা খুশি না। সেকারণেই ইমপ্রেস ছবিটির পরিবেশনার দায়িত্ব নিয়ে নিয়েছে।

জাজের ওপর নাখোশ হওয়ার কারণ কী? তিনি বলেন, ‘ওরা যে ক’টি হল এক্সপেক্ট করেছিল সে ক’টি আমরা পাইনি। সেকারণেই।’

হল না পাওয়ার কারণও জানালেন তিনি, ‘আগের সপ্তাহে ‘হিরো ৪২০’ ছবিটি কন্টিনিউ করেছিল। সঙ্গে ছিল ভারতের ছবি ‘বেপরোয়া’। তাই হলমালিকরা নতুন ছবি আর বুকিং নিতে চায়নি।’

এ প্রসঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম এর পরিচালক ও বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খানকে ফোনে না পাওয়া গেলেও নির্মাতা মেহের আফরোজ শাওন মন্তব্য দিয়েছেন।

শাওন বাংলামেইলকে বলেন, পরিবেশনার বিষয়টি এখন থেকে ইমপ্রেস দেখছে। আমরা প্রাথমিকভাবে আশা করেছিলাম অন্তত একশটা হলে ‘কৃষ্ণপক্ষ’ চলবে। কিন্তু তা হয়নি। নির্মাণে যেহেতু আমি নতুন, পরিবেশনার বিষয়টা আমি ঠিক বুঝিওনা। তবে, আমি খুবই আনন্দিত এজন্য যে, দর্শক বিপুল আগ্রহের সঙ্গে সিনেমাটা দেখছে। আমাদের কাছে প্রাপ্ত তথ্যমতে প্রথম সপ্তাহে প্রত্যেকটি হল হাউজফুল গেছে। দ্বিতীয় সপ্তাহে যুক্ত হয়েছে জেলা শহরগুলোর আরও নয়টি সিনেমা হল। ইমপ্রেস আমাকে জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য হলগুলোতেও মুক্তি পাবে ‘কৃষ্ণপক্ষ’।

চলতি সপ্তাহে যেসব হলে চলবে কৃষ্ণপক্ষ-
১. স্টার সিনেপ্লেক্স – ঢাকা
২. ব্লকবাস্টার সিনেমাস – ঢাকা
৩. বলাকা সিনেওয়ার্ল্ড – ঢাকা
৪. শ্যামলী ডিজিটাল সিনেমা – ঢাকা
৫. ছায়াবানী – ময়মনসিংহ
৬. শংখ – খুলনা
৭. মডার্ন – দিনাজপুর
৮. মমতাজ – সিরাজগঞ্জ
৯. চন্দ্রিমা – শ্রীপুর
১০. তিতাস – পটুয়াখালী
১১. চিত্রালী – খুলনা
১২. বর্ষা – জয়দেবপুর
১৩. রাজ – কুলিয়ার চর

মন্তব্য