কাপাসিয়ায় বখাটের হাতে নাট্যকর্মী খুন

2016_03_14_21_51_46_PkhHxocx8GIgKz9rsX3XBEi75x26pc_original

 

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় সিংহস্রী চৌরাস্তা এলাকায় বখাটের ছুরিকাঘাতে ফারুক হোসেন নামে এক পথ নাট্যকর্মী খুন হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন উপজেলার কুলবাংলা গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রাতে সিংহস্রী চৌরাস্তা মোড়ে স্থানীয় একটি দোকানে অবস্থান করেছিলেন ফারুক। এসময় একই এলাকার বখাটে শাকিল ও তার বাবা সেখানে পৌঁছে ফারুকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে শাকিল ফারুকের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা ফারুককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত ফারুক হোসেন স্থানীয় একটি ক্লিনিকের জনসচেতনাতামূলক পথ নাটকের নাট্যকর্মী ছিলেন জানিয়ে ওসি বলেন, শাকিল ওই সংস্থার নাট্যকর্মী হতে চেয়েছিলেন। কিন্তু শাকিল নেশাগ্রস্থ থাকায় তাকে নাটকে নেয়া হয়নি। আর ফারুকের কারণে পথ নাটকের সদস্য হতে পারেনি এমন ক্ষোভের কারণেই ফারুককে ছুরিকাঘাত করেন শাকিল।

মন্তব্য