আশুলিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২
সাভার (ঢাকা) : নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী এলাকায় যাত্রীবাহী বাস ও লিচুবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২৫ জন আহত হয়।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম হাজেরা বেগম। তিনি বেক্সিমকো পোশাক কারখানায় কাজ করতেন। অন্যদিকে, রাহবার বাসের এক আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কে দিনাজপুর থেকে ঢাকাগামী রাহবার পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লিচুবোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়। এ সময় ঘটনাস্থলে থাকা এক নারী পথচারী রাস্তা পার হতে গেলে অপর একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আশুলিয়ার থানার এসআই একরামুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানা নেয়ার প্রস্তুতি চলছে। এদিকে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
এদিকে, বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে সড়কটি দিয়ে চলাচলরত অন্তত ১৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া একটি বাসে অগ্নিসংযোগ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।