শুরু হচ্ছে তাদের ‘পেয়ারার সুবাস’
ঢাকা: ‘লাল মোরগের ঝুঁটি’র পর নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গুনী নির্মাতা নুরুল আলম আতিক। ‘পেয়ারার সুবাস’ নামে এ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান ও তারিক আনাম খান। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এর পক্ষ থেকে বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন শাহরিয়ার শাকিল।
তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আমরা চলচ্চিত্রটির প্রস্তুতি নিচ্ছিলাম। আনন্দের খবর এই যে, আগামীকাল থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে।’
এদিকে, নুরুল আলম আতিকের নির্মানে এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্ত হলেন জয়া আহসান। এ নির্মাতার ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে জয়ার। এ চলচ্চিত্রটির পর সম্প্রতি আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রে দেখা মেলে জয়ার। যদিও চলচ্চিত্রটির কাজ এখনো সম্পন্ন হয়নি।
অন্যদিকে, সম্প্রতি কলকাতা থেকে ‘আমি জয় চ্যাটার্জি’ চলচ্চিত্রের শুটিং সেরে দেশে ফিরেছেন জয়া। চলচ্চিত্রটিতে তার সহ-শল্পী ওপার বাংলার অভিনেতা আবির চট্টোপাধ্যায়।