বাংলাদেশ রোগমুক্ত হবে
ঢাবি : রোগমুক্ত বাংলাদেশ গড়তে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রোগমুক্ত হবে। সেই রোগমুক্ত বাংলাদেশ গড়তে চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার ( ২১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে ম্যারিয়ট কনভেনশন সেন্টারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘খুব শীঘ্রই খসড়া আইন পর্যালোচনা করে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের জন্য আইন প্রণীত হবে। তবে এই আইনে এমন কিছু থাকবে না যা চিকিৎসকদের স্বার্থবিরোধী। রোগী, চিকিৎসক ও হাসপাতাল মালিক সবারই যাতে স্বার্থ সংরক্ষিত হয়, এমন একটি আইন করতে চায় সরকার।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘অনেক সময় যখন-তখন চিকিৎসকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেয়া হয়। এটা বন্ধ করা হবে। ফৌজদারি অপরাধের বিষয়টি সামনে দেখভাল করবেন বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশন (বিএমএ)। ডাক্তারি হলো আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে হবে।’
বিএমএ প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভুঁইয়া, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলান, সহ সভাপতি কনক কান্তি বড়ুয়া, মহাসিচব ডা. এম এ আজিজ, যুগ্ম মহাসচিব ডা. জুলফিকার লেনিন প্রমুখ।