বাংলা গানে জেমস ভাই একটা ইতিহাস: হাসান

2016_06_28_13_00_49_3uEvF5NHTCKM7HSuy8u43EVO7strrv_original

ঢাকা: ‘জেমস ভাই সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। তার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মিউজিক করেছি, বা এখনো পরবর্তী প্রজন্ম মিউজিকে আসছে। বাংলা ব্যান্ডে জেমস ভাই একটা ইতিহাস। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’-বাংলাদেশের তুমুল জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমসকে নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন বাংলা ব্যান্ডের আরেক তুখোড় কণ্ঠশিল্পী ও ব্যান্ড ‘আর্ক’-এর প্রতিষ্ঠাতা হাসান।

আন্তর্জাতিকভাবে খ্যাত বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমসের ভক্তরা মিলে গড়তে যাচ্ছেন নতুন সংগঠন ‘জেমস ফ্যান ক্লাব’। ইতিমধ্যে ঘোষণা দিয়ে সব ভক্তদের এক ছাতার নীচে আসার আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়ে গেছে। ২৭জুন সোমবার ঢাকার ইস্কাটনের ‘রেড অর্কিড’ রেস্তোরাঁয় ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেমসের ভক্ত, সাংবাদিক এবং জড়ো হয়েছিলেন দেশের বেশ কয়েকজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। আর এই অনুষ্ঠানেই জেমসকে বাংলা গানের ইতিহাস বলে উল্লেখ করেন হাসান।

পৃথিবীব্যাপী জেমস ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বাংলা ব্যান্ডের অন্যতম জনপ্রিয় ব্যান্ড শিল্পী হাসান তার বক্তব্যে আরো বলেন, একটা সময় অডিও ইন্ডাস্ট্রির জৌলুস ছিল। সে সময় প্রায়শই গানের মানুষের সঙ্গে আমাদের দেখা হত। স্টুডিও পাড়ায় নিয়মিত আমাদের যাতায়াত থাকতো। দেখা গেল আমি গান গেয়ে বেরুচ্ছি আর জেমস ভাই গিয়ে ঢুকছে। অথবা জেমস ভাই গেয়ে বেরুচ্ছে তারপর আমি গিয়ে ঢুকছি। সবার সাথে সবার যোগাযোগটা ছিল। কনসার্টেও এমনই হতো। তো সব জায়গায় সবচেয়ে পাওয়ারফুল থাকতো জেমস ভাই-ই!

‘জেমস ফ্যান ক্লাব’-এর ইফতার মাহফিল ও আলোচনা সভায় সঞ্চালক ছিলেন জেমসের ‘নগর বাউল’-এর ম্যানেজিং উইং রবিন ঠাকুর। সঞ্চালনার পাশাপাশি তিনি তার বক্তব্যে জানান, বর্তমানে পারিবারিক ট্যুরে জেমস আছেন সুদূর আমেরিকায়। তিনি থাকলে নিশ্চয়ই অনুষ্ঠানে আসতেন। সামনের বার যখন ফের ‘জেমস ফ্যান ক্লাব’-এর সবাই এভাবে আয়োজন করে বসবে সে অনুষ্ঠানে জেমস উপস্থিত থাকবেন বলেও জানান। এবং ঈদের পরে জেমসের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের কমিটির ঘোষণাও আসবে।’

অনুষ্ঠানে জেমস ফ্যান ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন গীতিকার ও সুরকার কবির বকুল, শফিক তুহিন, জেমসের দীর্ঘদিনের এহসান এলাহী ফান্টি, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর অন্যতম সদস্য মানাম আহমেদ, কণ্ঠশিল্পী জয় শাহরয়িার, কম্পোজার টিঙ্কু আজিজুর রহমান।

এরপর ‘জেমস ফ্যান ক্লাব’-এর সদস্য প্রিন্স তার বক্তব্যে নতুন হতে যাওয়া এই সংগটনটির কার্যক্রম কি হবে তা ঘোষণা করেন।

জেমস ফ্যান ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানিয়ে ঘোষণায় প্রিন্স বলেন, ‘জেমস ফ্যান ক্লাব’ মূলত অরাজনৈতিক একটি প্লাটফর্ম। এখানে মূলত আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এসব কার্যক্রমের মধ্যে থাকছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ রক্ষায় সবুজায়নের পক্ষে কাজ করা। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন। অটিজম শিশু ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের সার্বিক উন্নয়ন। নারী নির্যাতন, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা। সুবিধাবঞ্চিত সহায় সম্বলহীন বয়োবৃদ্ধদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশে ও বহির্বিশ্বে বাংলা গানের সম্মানজনক প্রচার-প্রসারে কাজ করা।

মন্তব্য