রংপুরে জোড়া খুনের মামলায় ১০ জনের ফাঁসির আদেশ
রংপুর: দীর্ঘ সাত বছর পর রংপুরে জোড়া খুনের একটি মামলায় ১০ জনের ফাঁসি এবং অপর একটি ডাকাতির মামলায় ৩ জনকে অমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার, চান্দু মৃধা, সোবহান সিকদার, মানিক মিয়া, ওয়াহিদুল হক, নজরুল ইসলাম, বাবুল হোসেন, শাহিন হোসেন, বশির ও শহীদুল ইসলাম। এদের মধ্যে মানিক মিয়া পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৮ মার্চ রাত ৯টায় ঠাকুরগাঁও থেকে ২০২ বস্তা চাল নিয়ে রংপুর আসার পথে তারাগঞ্জ উপজেলার বরাতি ব্রীজ এলাকায় ডাকাতের একটি চক্র ব্যারিকেড দিয়ে ডাকাতি করে। এরপর ডাকাতরা ট্রাক চালক পরেশ চন্দ্র ও হেলপার সন্তোষ কুমারকে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে দিয়ে ট্রাক চালিয়ে নিয়ে যায়। এতে ট্রাক চালক পরেশ চন্দ্র ও একজন ভ্যান চালক মারা যায়। আহত হন হেলপার সন্তোষ কুমার।
এ ঘটনায় পর ট্রাকের হেলপার সন্তোষ কুমার নিজেই বাদী হয়ে বদরগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ সাত বছর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। এছাড়া একই আদালতে অন্য একটি ডাকাতি মামলায় ওই বিচারকই তিন জনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন।