সর্বজনীন দুর্গাপুজোর উত্সব

 

‘সিটিজেননিউজডেক্স’

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা অন্যতম শ্রেষ্ঠ উত্সব।  দুর্গাপুজোর একটা বিরাট সামাজিক আনন্দোত্সবে পরিণত হয়েছে। উত্সবের আনন্দের স্বাদ পেয়ে বাঙালির অন্তঃকরণে এক নতুন ভাবাবেগ সৃষ্টি হলো। জন্মলগ্ন থেকে দুর্গাপুজো ছিল মিলনাত্মক। পরিবার-পরিজনদের সাথে মিলিত হয়। বলতে গেলে এই ধারাটা সেকাল থেকে একাল পর্যন্ত চলে আসছে।  যত দিন যাচ্ছে ধর্ম উত্সব, আনন্দই সামনে আনছে। ফলে ধর্মীয় আচারের দিক থেকে ভিন্নতা থাকা সত্ত্বেও এ উত্সবে হিন্দুর পাশাপাশি বাঙালি মুসলমানদের শামিল হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছেই। দুর্গোত্সব বাঙালির হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ উত্সব। এই  বাংলার সমাজ জীবনে এর মূল্যও অপরিসীম। সমস্ত মানুষকে একত্রিত করে নবজীবনের সুরে উদ্দীপ্ত করা হয়। পুজোমণ্ডপগুলোতে রাজনৈতিক নেতাদের মধ্যে আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পার্টি,জাসদ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, গণফোরামসহ প্রগতিশীল রাজনৈতিক  পার্টির নেতারাও পুজোমণ্ডপে শুভেচ্ছা বিনিময়ের জন্য যাচ্ছেন।

 

মন্তব্য