1510610_470277636407515_373083759_n“আইয়ুব খান আমাকে জেলে পাঠিয়েছিলেন, তাই আমি সাহিত্যিক হতে পেরেছি।’
এই উক্তি যিনি করেছিলেন, তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসেই লিখেছিলেন ‘সারেং বৌ’ নামের বিখ্যাত উপন্যাসটি। যেটির জন্য তাঁকে আদমজী সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এই উপন্যাসের স্রষ্টা শহীদুল্লা কায়সার। যিনি তিন পর্যায়ে জেলে আট বছর বন্দিজীবন কাটিয়েছেন এবং এই দীর্ঘ সময়ে পড়াশোনা ও সাহিত্যচর্চা করেছেন নিবিষ্ট মনে। ‘সারেং বৌ’, ‘রাজবন্দীর রোজনামচা’, ‘সংশপ্তক’ ছাড়াও কারাগারে বসে তিনি অধিকাংশ গল্প-উপন্যাস রচনা করেছেন।

শহীদুল্লা কায়সার শুধু বাংলাদেশের সাহিত্যে নয়, বাংলাদেশের ইতিহাসেরও অংশ। ভাষা-আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ পর্যন্ত টানা ঘটনাবলিতে সেনাপতির ভূমিকা পালন করে গেছেন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনযজ্ঞে মেতে উঠলে অনেককে ভারতে চলে যেতে সাহায্য করেছেন তিনি। কিন্তু নিজে দেশ ছেড়ে যাননি। ফলে এর মুল্যও তাঁদের দিতে হয়েছে, একেবারে জীবন দিয়ে। কিন্তু সমাজ-জীবনের সংগ্রামে তার আগমন ছিল যেমন বীরোচিত, তাদের চলে যাওয়াও ছিল একই রকম, শাহাদতের মর্যাদায়।

শহীদুল্লা কায়সার এর ৮৭ তম জন্মদিনে রকমারি ডট কম স্মরণ করছে গভীর শ্রদ্ধায়।

মন্তব্য