বিতর্কিত নতুন মুক্তি প্রাপ্ত হিন্দি মুভি "গুন্ডে"ফেসবুক ফ্যানপোস্টঃ বিতর্কিত নতুন মুক্তি প্রাপ্ত হিন্দি মুভি “গুন্ডে” দেখতে শুরু করলাম।
কিন্তু শুরুতেই এ কি শুনলাম!!!!
যেটা শুনলাম সেটা নিচে উল্লেখ করলাম, “১৬ই ডিসেম্বর ১৯৭১। হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে ৩য় যুদ্ধ শেষ হয়। ৯০ হাজার পাকিস্তানি সৈন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ২য় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল কোন দেশের সবচেয়ে বৃহৎ আত্মসমর্পণ। আর জন্ম নেই এক নতুন দেশ- বাংলাদেশ। ” এইবার দেখি ভারতীয়রা প্রকাশ্যে আমাদের ইতিহাস বিকৃতি করছে, আমাদের গর্ব কে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। আমাদের জাতিসত্তা কেই অপমান করছে। আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে।

 

*জনগন কি বলেন? এর উত্তরে পাঠকের পোস্ট

জনগনঃ যাযাবর বেদুঈন

মন্তব্য