পর্যবেক্ষকরা বলছেন, ভারত সরকারের এই অবস্থান সাময়িক। কেননা, দীর্ঘকালীন কূটনীতিক কৌশল হিসেবে ভারত বাংলাদেশের সবগুলো মূলধারার রাজনৈতিক দলের সাথেই ভাল সম্পর্ক রাখতে চায়। এছাড়া, আওয়ামী লীগ বান্ধব বাংলাদেশ নীতি থেকে বেরিয়ে আসার চেষ্টাও করেছে ভারত। তাই, দশম সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান যাই হোক শেষ পর্যন্ত সবগুলো রাজনৈতিক দলের সাথেই ইতিবাচক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে ভারত। এমন কিছু অবস্থান থেকেই ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের মধ্যে নিজেদের নষ্ট হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে ।
বাংলাদেশীদের কাছে নিজেদের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে উঠে পড়ে লেগেছে ভারত সরকার। ভারত সরকারের কয়েকটি সংস্থা এ ব্যাপারে প্রয়োজনীয় নীতি নির্ধারণ ও কার্যকর করাও শুরু করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে বাংলাদেশীদের কাছে ভারতের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি হয়। এরপর থেকেই ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’সহ আরও কয়েকটি সংস্থা বাংলাদেশীদের কাছে সে দেশের ভাবমূর্তি উন্নয়ন করাকে গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।
ওয়াকিবহাল মহল বলছে, বাংলাদেশের সুশীল সমাজ ও কয়েকটি সরকারি সংস্থার সহযোগিতা নিয়ে নিজেদের ভাবমূর্তি উন্নয়নের প্রাথমিক চেষ্টা চালাবে ভারত। এরমধ্য দিয়ে বাংলাদেশের বৃহত্তর সুশীল সমাজ ও নাগরিকদের সাথে সুসম্পর্ক নিশ্চিত করতে চাইবে তারা। এরই অংশ হিসেবে ভারতের জাতীয় ফুটবল দল বাংলাদেশে শুভেচ্ছা ম্যাচ খেলতে আসছে বলে মনে করছেন তারা।
এছাড়া, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে ভারত একপেশে অবস্থান নেওয়ায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে ভারত সরকারের ভাবমূর্তিরও ক্ষতি হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নিলেও ভারত এই নির্বাচনের পক্ষে অবস্থান নেয়। এই সময় ভারত আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করেছিল। এছাড়া, বাংলাদেশ নিয়ে আলোচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। একই সময় ভারত, ভারতের চোখে বাংলাদেশ দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।–নৈতিক