সৌদি নাগরিক মোটাসৌদি আরবের নাগরিকদের ৭০ ভাগই মোটা হয়ে গেছেন। অর্থাৎ প্রতি ১০ জন সৌদি নাগরিকের ১০ জনই মোটা। নারীদের ক্ষেত্রে ৩৭ ভাগ মোটাজনিত অসুস্থতায় ভুগছেন। মোটাজনিত কোনো অস্ত্রপচারে সৌদি আরবের ইনস্যুরেন্স কোম্পানিগুলো কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না। দেশটির আলখবরে মোটা হয়ে যাওয়ার ব্যাপারে চিকিৎসক বিশেষজ্ঞদের এক সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে।

ওই চিকিৎসা সম্মেলনে অন্তত সাড়ে ৪’শ জন চিকিৎসা বিশেষজ্ঞ অংশ নেন। তাদের মধ্যে ইউরোপ ও আমেরিকার চিকিৎসা বিশেষজ্ঞ রয়েছে। একজন চিকিৎসা বিশেষজ্ঞ ড. আয়েদ আল-খাথানি জানান, সৌদি আরবের উচিত এখনি তাদের নাগরিকদের মোটা হয়ে যাওয়ার ব্যাপারে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া। এজন্যে তিনি খাদ্যাভাস পরিবর্তন ও শরীর চর্চার ওপর তাগিদ দেন। বিশ্বের অন্যান্য দেশের মত সৌদি আরবেও এক্ষেত্রে হেলথ ইনস্যুরেন্স দেয়ার পরামর্শ দেন তিনি।

সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিসংখ্যান দিয়ে বলে, বিশ্বে মোটা মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে এবং এ সংখ্যা হচ্ছে ১ দশমিক ৬ বিলিয়ন। শুধু ব্রিটেনের নাগরিকদের অন্তত ৬০ ভাগ যাদের বয়স ১৬ বছর তারা মোটা হয়ে গেছেন। যুক্তরাষ্ট্রেও এ সমস্যা প্রবল হয়ে উঠেছে।

মন্তব্য