mushfiqurনবাগত আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হেরে ক্রিকেট ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের কাছে এই হারকে মেনে নিতে পারছেন না জাতীয় দলের অধিনায়ক।

শনিবার ৩২ রানে হেরে অত্যন্ত ক্ষোভ নিয়ে তিনি বলেন, ‘আমিসহ যারা ভালো ক্রিকেট খেলছি না তাদের উচিত ক্রিকেট ছেড়ে দেয়া।’

খেলা শেষে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এভাবে হারের প্রতিক্রিয়া জানান মুশফিক।

তিনি বলেন, ‘এমন দলের কাছে আমরা হারবো এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি মনে করি, আমিসহ যারা ভালো ক্রিকেট খেলতে পারছে না তাদের আর কোনো দিন ক্রিকেট খেলাই উচিৎ নয়। জীবনে কোনো দিন ক্রিকেট খেলাই উচিৎ নয়।’

শুধু তাই নয় জাতীয় দলের হয়ে ক্রিকেট জীবনে এমন কষ্টের দিন কখনও আসেনি বলে উল্লেখ করেন তিনি। মুশফিক বলেন, ‘আজকের দিনটি আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন। আমি কখনও বিশ্বাস করতে পারিনি। আফগানদের সঙ্গে হারবো। আমরা নিজের মাঠে অনেক বড় বড় ক্রিকেট দলের সঙ্গে জিতেছি। কিন্তু এই প্রথম নতুন কোনো দলের সঙ্গে আমরা লজ্জার হার হেরেছি।’

এ ছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা নিজের মাঠে গত একমাস দারুণ বাজে ক্রিকেট খেলছি। আমরা চেষ্টা করেও ভালো কিছু করতে পারছি না। শুধু তাই নয় দল নিয়ে নতুন করে ভাবা উচিৎ।’

দলের ধারাবাহিক বাজে ব্যাটিং বোলিংয়ের পর ফিল্ডিংয়েও বাজে করার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘একই ভুল সব ম্যাচে করলে আমি কী করতে পারি? আমি ১১ জনকে তুলে খাওয়াতে পারি না। কেউ যদি নিজের থেকে চেষ্টা না করতে আমার কী করতে পারি? আমার তো কিছুই করার নাই।’

সাকিব আল হাসানকে নিয়ে তিনি বলেন, ‘আমি তো নিজের জন্য ক্রিকেট খেলি না। দেশের জন্য ক্রিকেট খেলি। দেশের ভালোর জন্য তাকে চেয়েছিলাম। কিন্তু না পেলে আমার কী করার আছে?’

হারের কারণ নিয়ে তিনি বলেন, ‘আমরা শুরুটা ভালো করতে পারিনি। শুরুটা ভালো না হওয়াতে আমাদের সমস্যা হয়েছে। তাছাড়া আম্পায়ারের সিদ্ধান্তও আমাদের পক্ষে আসছে না। এটা আমাদের কপালের দোষ। আমরা ৩৭ থেকে ৪০ ওভারের মধ্যে ম্যাচটি হাতছাড়া করেছি।’

বাকি দুই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি নিজের মাঠে এখনও আমাদের দুটি ম্যাচ বাকি আছে। সেই দুই ম্যাচে আমরা ভালো করতে চাই। আশা করছি, আমরা মিরপুরে ঘুরে দাঁড়াতে পারবো।’

মন্তব্য