everestপর্বতারোহীদের কাছে এভারেস্ট বিজয় সবসময়ই রোমাঞ্চকর। তাদের স্বপ্ণ। তবে এবার সেই স্বপ্ন পুরনে এভারেস্ট পর্বতারোহীদের মাথায় এসে ভিড়ল এক নতুন বোঝা। নেপাল সরকারের কড়া হুঁশিয়ারি প্রত্যেক পর্বতারোহীকে এভারেস্ট থেকে ফিরে আসার সময় আট কিলোগ্রাম পরিমাণ বর্জ্য পদার্থ নিয়ে ফেরত আসতেই হবে।

সোমবার নেপালের পর্যটন মন্ত্রকের আধিকারিক মধুসূদন বুরলাকোতি একথা জানান।

বিশ্বের উচ্চতম এই পর্বত পরিষ্কার রাখতেই এমন উদ্যোগ নিয়েছে নেপাল সরকারের। আগামী এপ্রিল মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলেও জানান ওই মধুসূদন বুরলাকোতি।

তিনি বলেন, মাউন্ট এভারেস্টের পাদদেশ পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যেক পর্বতারোহীকে নিজেদের ফেলে দেওয়া সামগ্রী বাদ দিয়ে আরও আট কিলোগ্রাম বর্জ্য পদার্থ অবশ্যই নিয়ে আসতে হবে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে কোনও জরিমানা ধার্য হবে কিনা সে বিষয়ে নেপাল প্রশাসনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। অথবা তাদেরকে অন্য কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে কিনা তঅ জানানি তিনি।

তিনি আরো জানান, এভারেস্ট থেকে আনা এই বর্জ্য পদার্থ বেস ক্যাম্পে জমা দিতে হবে পর্বতারোহীদের।

এর আগে গত মাসেই এভারেস্টসহ হিমালয়ের বিভিন্ন পর্বত আরোহণের ক্ষেত্রে চার্জ কমিয়ে দিয়েছিল নেপাল প্রশাসন। সেই ক্ষতি পুষিয়ে নিতেই এই নতুন নিয়ম হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লীষ্টারা। তবে পরিবেশবিদরা পর্বতাঞ্চলগুলি পরিষ্কার রাখার জন্য অনেকদিন ধরেই সরব হয়েছিলেন। (সূত্র: ওয়েবসাইট)

মন্তব্য