লক্ষাধিক ধর্ষণের ঘটনায় বিব্রত আমির খান
ভারতে ভয়াবহ ধর্ষণের ঘটনায় যখন বিব্রত দেশবাসী তখনই বলিউডের মিস্টার আমির খান তার ‘সত্যমেভ জয়তে’র অনুষ্ঠানে প্রথম সেশনে ধর্ষণ ও নারীদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এনেছেন। লক্ষাধিক ধর্ষণের ঘটনা যে ঘটেছে তা তার অনুষ্ঠানের মাধ্যমেই প্রকাশ পেয়েছে।
অনুষ্ঠানের এ বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
অনুষ্ঠানটি চারটি পর্বে ভাগ করা হয়েছে। এতে ধর্ষণের ক্ষেত্রে পুলিশ অফিসারদের উপেক্ষা, মামলা গ্রহণে অস্বীকৃতি, ডাক্তারদের মেডিক্যাল পরীক্ষাসহ বিস্তারিত তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল, ২০১২ সালে ভারতে ১ লাখ ১ হাজারেরও বেশি ধর্ষিত হয়েছে বলে লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ঘটনার বিচার নিষ্পত্তি হয়েছে।
প্রায় সাড়ে ১১ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে এটি মোট ধর্ষণের ঘটনার প্রায় ১০ ভাগ বলে তথ্যে উঠে এসেছে। বাকি ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়নি।
ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা থাকে বিতর্কিত। মিস্টার আমির খান এ ধরনের বেশকিছু ভূমিকা তুলে ধরেছেন। তিনি তুলে ধরেছেন, পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়, ধর্ষণের শিকারদের সমঝোতায় আসার আহবান কিংবা নিগৃহিত নারী ও তার পরিবারকে থানা হাজতে আটকে রেখেছে।
শ্রেণীর ভিত্তিতে ধর্ষণের শিকারকে শ্রেণীর ভিত্তিতে বিবেচনা করায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে।
মেডিক্যাল টেস্টের জন্য নির্দিষ্ট নীতিমালা না থাকায় অনেকের কাছেই এটি বিব্রতকর হয়ে ওঠে। বিচারে দীর্ঘসূত্রিতাও একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় বলে আমির খান তুলে ধরেছেন।