চ্যানেল সিক্সটিনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার গোলাম মুহিতকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জেলহাজতে পাঠিয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনাল। গত ২৮ ফেব্রুয়ারি মুহিতের জামিনের প্রার্থনা আদালত নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এক বছর আগে এক নারী চ্যানেল সিক্সটিনে চাকরির জন্য আবেদন করেন। চ্যানেলটির তৎকালীন এমডি খন্দকার গোলাম মুহিত তাকে চাকরি পাওয়ার আশ্বাস দেন। এরপর বিভিন্ন সময় মুহিত ওই নারীর সাথে যোগাযোগ করেন। এরপর প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। ওই নারী তখন বিষয়টি তার পরিবারের সাথে আলোচনার জন্য অনুরোধ করেন। একপর্যায়ে তিনি বিয়েতে রাজি হন। গত বছর ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টায় বাদির বাসায় যান। এরপর বাদানুবাদের একপর্যায়ে মারধর ও ধর্ষণ করেন। পরে ওই নারী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানান এবং তারা এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় মামলা করেন। মেডিকেল পরীক্ষায় শারিরিক সম্পর্কের প্রমাণও পাওয়া যায়।
বাদির ভাষ্য মতে, ‘মুহিতের সাথে তার এক বছর যাবত সম্পর্ক। মুহিত তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে শারিরিক সম্পর্ক স্থাপন করে আসছিল। কিন্তু পরে আর বিয়ে করতে রাজি হচ্ছিল না। গত ১৬ নভেম্বর ২০১৩ সালে বাদির বাসায় এসে তাকে মুহিত মারধর করে এবং জোরপূর্বক শারিরিক সম্পর্ক করে।”
সূত্র মতে জানা যায় যে, খন্দকার গোলাম মুহিত চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে বেশ কিছু নারী ও পুরুষকে চাকরি দওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এরপর তাকে চ্যানেলটির পরিচালনা পর্ষদ থেকে বাদ দেয়া হয়।