বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল সোমবার বৈঠক করবেন অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স (ওআইসি) মহাসচিব ইয়াদ আমীন মাদানি।
সোমবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে দলটির পক্ষ থেকে।
প্রসঙ্গত চার দিনের সফরে আজ শনিবার ঢাকা আসেন ইসলামি সম্মেলন সংস্থা ওআইসির মহাসচিব ইয়াদ আমিন মাদানী। নতুন মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ঢাকা সফর।