eeu_hanaবাংলাদেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন সংগঠনটির আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা।

রোববার নারী দিবস উপলক্ষে রাজধানীতে পোশাক কর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পোশাক কর্মীদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে কেয়ার বাংলাদেশ।

অনুষ্ঠানে উইলিয়াম হানা বলেন, বাংলাদেশ সরকার পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে যে সকল কাজ করছে তাতে আগের অবস্থার কিছু পরিবর্তন হলেও যথেষ্ট নয়। আর এ কারণে ইউরোপীয় ইউনিয়ন এ জায়গাটিতে সন্তুষ্ট নয় বলেও জানান তিনি।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বিদেশের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা ও রপ্তানিতে বিশেষ কিছু সুবিধা পেতে এই খাতের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তবে এখন যেভাবে এগুচ্ছে সেটা অব্যাহত থাকতে হবে। এসব ক্ষেত্র বিশেষ নতুন কিছু পদক্ষেপও নিতে হবে।

উইলিয়াম হানা বলেন, রানা প্লাজা ধসের পর এ খাতে কি অগ্রগতি হয়েছে সেটা বাংলাদেশকে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের মুখোমুখি হতে হবে। কারখানার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের দুইজন সদস্য আগামী সপ্তাহে ঢাকা আসবেন বলেও জানান হানা।

মন্তব্য