mirpurরাজধানীর মিরপুর সেকশন-২ হাজী রোডের শমসের আলীর বাড়ির কেয়ারটেকার সাইদুর রহমান (৩৪) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে মিরপুর সেকশন ২-এর ব্লক সি, হাউজ নং ১/১, হাজী রোডে ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী লুৎফার বরাত দিয়ে মিরপুর থানার এসআই আফজাল হোসেন জানান, ভোরে বাড়ির গেটের সামনে থেকে অজ্ঞান অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মিরপুর আজমল হাসপাতালে নিয়ে গেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর লাশ বাসায় নেওয়া হয়। সেখানে নেওয়ার পর নিহতের পিঠে দুটি গুলির চিহৃ দেখতে পেযে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের সাইদুর রহমান জামালপুর সদর উপজেলার নুরান্দি দক্ষিণ পাড়ার মৃত নেকাব্বরের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্বপালন করেন।

মন্তব্য