বিএনপি আন্দোলন করলে প্রশাসন তা প্রতিহত করবে: শাজাহান খান

sahjahan-khan_eনৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলনের হুমকি দিয়ে এ সরকারকে পিছু হটানো যাবে না। উপজেলা নির্বাচনের পর বিএনপি বা ১৯ দল যদি কোন আন্দোলন করে তবে জনগণ, প্রসাশন ও সরকার তা প্রতিহত করবে।
শনিবার দুপুর আড়াইটার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি ধ্বংসাত্বক কর্মকান্ড করেছে। দেশে জ্বালাও পোড়াও করে ছারখার করে দিয়েছে। তবে জনগণের দাবি নিয়ে যদি কোন কথা বলতে হয় তবে তাদেরকে সংসদে আসতে হবে। কিন্তু তারা সংসদের সেই ট্রেন মিস করেছে। আর তাই আগামীতে আবার নির্বাচন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাদাত-উদ-দৌল্লা প্রমুখ।

মন্তব্য