মা দত্তক চান কোটিপতি যুবক!

ঢাকা: নিঃসন্তান দম্পতিবার সন্তান দত্তক নেন- এটা খুবই স্বাভাবিক ও সাধারণ ঘটনা। কিন্তু যদি হয় উল্টোটা: বাবা-মা দত্তক নেয় কোনো কোটিপতি যুবক অথবা যুবতী! ব্যাপারটা একদম অপরিচিত হলেও এমনটা এখন ঘটছে।

adoption

চীনের এক বিত্তবান যুবক এমন সিদ্ধান্তই নিয়েছেন। যুবকের বয়স তিরিশের কোঠায়, কিন্তু তার পরিচয় জানা যায়নি। তিনি জানিয়েছেন, অন্তত ৫৭ বছর বয়স এমন কোনো উচ্চশিক্ষিত নারীকে তিনি মা হিসেবে দত্তক নিতে চান। শর্ত আছে আরো- অতীতে তার মাদকাসক্তির রেকর্ড থাকা যাবে না। এছাড়া বিদেশযাত্রার অভিজ্ঞতাও থাকা চাই।

আবেদনকারীদের মধ্যে যিনি যোগ্যতম হিসেবে বাছাই হবেন, তাকে দেয়া হবে ১ লাখ ৬২ হাজার মার্কিন ডলার।

ইসিএনএস ডট সিএন নামে একটি ওয়েবসাইটে বেশ কয়েকটি ছবি সম্প্রচারিত হয়েছে, যাতে দেখা যাচ্ছে, সিচুয়ান প্রদেশের গুয়াংহানের ফ্যাংগু পার্কে দাঁড়িয়ে আছে ছেলেটি। হাতে একটি বড় লাল লণ্ঠন, যার গায়ে তার ফোননম্বর লেখা রয়েছে। হাতে রয়েছে একটি লাল ব্যানার যাতে ভাবী মায়ের যোগ্যতার শর্তগুলো লেখা। নগদ টাকা ভরতি একটি বালতিও আছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, বালতির নোটগুলো আসল।

ব্যানারে লেখা, ‘আমাদের মধ্যে কোনও বোঝাপড়া হবে কি না, সেটা নির্ভর করবে স্নেহ, ভালবাসার চুম্বক টানের ওপর।’

মন্তব্য