বিমানের ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

rj89ch3x-e1408892636985ঢাকা: স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বাংলাদেশ  বিমানের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

রোববার রাতে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর অধীনে বিমানবন্দর থানায় মামলাটি করা হয়। মামলা নং-৩৪।

মামলার আসামিরা হলেন- মো. আখতারুজ্জামান, মো. আবু সালেহ, মো. আনোয়ারুল আহসান, নিরঞ্জন মালি, মো. উসমান গনি এবং মো. এমরানুল ইসলাম।

আসামিরা সবাই বিমানের প্রকৌশল বিভাগের কর্মকর্তা।

গত ২ ফেব্রুয়ারি রাঙাপ্রভাত নামে একটি বিমানের কার্গো হোল থেকে ৬২ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয় বলে জানিয়েছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা।

এর মধ্যে এমরানুল ইসলাম বর্তমানে আটক আছেন। গত ১১ মার্চ স্বর্ণ চোরাচালানের অপর এক মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মন্তব্য