জামায়াত আহুত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে

ঢাকা, ১৭ জুন ২০১৫: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশা প্রকাশ করে এবং মুজাহিদসহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে।

hartal-14

 

বুধবার সকাল ৬টা থেকে শুরু এই হরতাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন।

বিবৃতিতে মকবুল আহমাদ ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, আইনবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য