জামায়াত আহুত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে
ঢাকা, ১৭ জুন ২০১৫: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশা প্রকাশ করে এবং মুজাহিদসহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে।
বুধবার সকাল ৬টা থেকে শুরু এই হরতাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন।
বিবৃতিতে মকবুল আহমাদ ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, আইনবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।