ইউপি মনোনয়নে আ.লীগের বোর্ড সভা মঙ্গলবার

nirbachon

ঢাকা : আসন্ন ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

সোমবার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভানেত্রী ও স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

এদিকে দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য