ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর

bb-govঢাকা : কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির পর ব্যাংকিং খাতে প্রযুক্তিগত ঝুঁকির বিষয়টি বড় হয়ে দাঁড়িয়েছে। আর তাই প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় কাজ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির।

সোমবার (২১ মার্চ) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)’র চেয়ারম্যান ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খানের নেতৃত্বে প্রায় ৪০টি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা নতুন গভর্নরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসলে গভর্নর এ আহ্বান জানান।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা সাংবাদিকদের বলেন, ‘এবিবির পক্ষ থেকে নতুন গভর্নরকে শুভেচ্ছা জানানো হয়েছে। সংক্ষিপ্ত সময়ে তাদের সঙ্গে গভর্নর কিছু বিষয়ে কথা বলেছেন। কেন্দ্রীয় ব্যাংকের যে কাজ তা তিনি সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা চান। পাশাপাশি ব্যাংক খাতের ঝুঁকি নিরসনে সব ব্যাংককে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন।’

এসময় এবিবির চেয়ারম্যান আনিস এ খান, সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখা হয়।

উল্লেখ্য, সাবেক গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর অর্থ মন্ত্রণালয় ফজলে কবিরকে ৪ বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেয়। গত রোববার আনুষ্ঠানিকভাবে গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে নতুন গভর্নর সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদানের পর সোমবার (২১ মার্চ) ছিল তার দ্বিতীয় কর্মদিবস।

মন্তব্য