বেলজিয়াম হামলায় আটক সন্দেহভাজনকে মুক্তি

2016_03_28_22_06_51_XgMM8v2vsjuwyiJqXqjUAVeN4dWlB9_original

ঢাকা : গত সপ্তাহে ব্রাসেলসের ভয়াবহ সন্ত্রাসী হামলার সাথে যুক্ত থাকার সন্দেহে আটক একমাত্র অপরাধী ফেকাল সি নামের এক ব্যক্তিকে উপযুক্ত প্রমাণের অভাবে মুক্তি দিয়েছে বেলজিয়াম পুলিশ।

হামলার পর সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন হামলাকারীকে চিহ্নিত করা হয়। এর মধ্যে কালো পোশাক পরা দুইজন আত্মঘাতী হামলা করেন। পুলিশ গ্রেপ্তার করেছিলেন সাদা পোশাকের ক্যাপ পরা তৃতীয় ব্যক্তিকে।

বেলজিয়াম গণমাধ্যমে ঐ ব্যক্তির নাম বলা হয়েছে ফেকাল শেফু। সংবাদে বলা হয়েছিল, এই ব্যক্তিই ছিলেন তিন হামলাকারীর রহস্যজনক ৩য় ব্যক্তি যাকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ হাজির করতে না পারায় আটকের পর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও ট্রেন স্টেশনের হামলায় ৩৫ জন নিহত এবং তিনশোর বেশি মানুষ আহত হয়েছিল। ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে। নিহতদের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক রয়েছেন এবং এখনো ৭ জনকে চিহ্নিত করা যায়নি।


বাম পাশের দুইজন ছিলেন আত্মঘাতী, ডানে পাশে ফেকাল শেফু

মন্তব্য