কবর থেকে তনুর লাশ উত্তোলন করা হচ্ছে

2016_03_29_15_45_49_TGCCk6ozGBRjKyaZ0JD2mfumcEaszA_originalকুমিল্লা: কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ উত্তোলন করা হচ্ছে। গত সোমবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম লাশ তুলে পুনরায় ময়নাতদন্তের আদেশ দেন।

এরই পরিপেক্ষিতে বুধবার তার লাশ উত্তোলন করা হচ্ছে।

তনু হত্যা মলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলমের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তনুর লাশ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম।

এদিকে তনু হত্যাকাণ্ডের ৯দিন পার হলেও হত্যাকারীরা শনাক্ত কিংবা গ্রেপ্তার হয়নি। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবারও তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া সরকারি কলেজসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছে। আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে কুমিল্লায়।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য