সপ্তাহের ব্যবধানে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
ঢাকা : দেশের পুঁজিবাজারে এক সপ্তাহে ৮টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিগুলোর পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ন্যাশানাল ক্রেডিট অ্যান্ড কমাস ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ১২.৫৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩০ শতাংশ ক্যাশ, কেডিএস এক্সোসিরিজ লিমিটেড ২৫ শতাংশ (৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস), স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ১৫ শতাংশ স্টক, এপেক্স ফুটওয়্যার লিমিটেড ৫০ শতাংশ ক্যাশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমেটেড ১১ শতাংশ (এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক) এবং ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৮ শতাংশ ক্যাশ, নদার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।