গাজীপুরে বাবার হাতে ছেলে খুন

file

গাজীপুর : গাজীপুরের খাইলকুর এলাকায় বাবার হাতে ছেলে খুন হয়েছেন। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজিবের বাবা খলিলুর রহমান প্রায় নেশা করতেন। এছাড়া তিনি তার বাসায় কয়েকজন খারাপ প্রকৃতির মেয়েকে বাসা ভাড়া দেন। এ নিয়ে তার সঙ্গে ছেলের কলহ হয়। গত বুধবার রাতে ঝগড়ার এক পর্যায়ে খলিলুর রহমান তার ছেলের বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান রাজিব। ঘটনার পর থেকে বাবা খলিলুর রহমান পলাতক রয়েছেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

মন্তব্য