অনন্য উচ্চতায় মেসি
ঢাকা: একটি গোল চাই। কেন? এই গোলটিই তো লিওনেল মেসিকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। ভক্তদের এমন প্রার্থনা ছিল বেশ কিছু দিন ধরেই। বিশেষ করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে! তাদের প্রার্থনা কবুল ও মঞ্জুর হয়েছে। ফুটবলদেবী মুখ ফিরে তাকিয়েছেন মেসির দিকে। বার্সেলোনা সুপারস্টার পেয়েছে গেছেন কাঙ্ক্ষিত গোল।
রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিটে ডেভিড আলবার সহায়তায় লক্ষ্যভেদ করেন মেসি। এর মাধ্যমে ক্যারিয়ারের ৫০০তমগোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা। খেলেছেন ৬৩২ ম্যাচ। স্প্যানিশ ক্লাব বার্সার হয়ে তার নামের পাশে যোগ হয় ৪৫০তম গোল। আর জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার অধিনায়কের গোল সংখ্যা ৫০।
দুর্ভাগ্য মেসির! অনন্য এক কীর্তি গড়ার দিনে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে তার দল বার্সা। লিগ শিরোপা জয়ের পথেও কাতালানরা খেল ধাক্কা। এই ধকল সামলে নিতে লিওনেল মেসিকে জ্বলে উঠতে হবে। সঙ্গে ফর্মহীনতার ভুগতে থাকা লুইস সুয়ারেজ ও নেইমারকেও ফিরতে হবে পুরানো ছন্দে। নইলে বার্সার কপালে বড় খারাপই আছে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের আশা শেষ। কারণ দিন দুয়েক আগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে ওই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লুইস এনরিকের দল। মৌসুমের বাকি দুটি ট্রফি (কোপা দেল রে ও লা লিগা) হাতছাড়া হলে হতাশার সাগরে ডুবতে হবে গতবারের চ্যাম্পিয়নদের। এটা হয়তো চাইবেন না বার্সার খেলোয়াড়রা। স্বমহিমায় ফিরে ট্রফি দুটিতে চুমু এঁকে দিতে মুখিয়ে রয়েছেন তারা! দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!