চুয়াডাঙ্গায় পিএসসিতে ৬৬৭ শিক্ষার্থীর বৃত্তি লাভ

2016_04_20_03_31_29_9ly0zvr9PvA0jOJSN8mdYCRQwBjhvb_original

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি)-২০১৫’র ফলাফলের ভিত্তিতে  ৬৬৭ জন ছাত্র/ছাত্রী বৃত্তিলাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২২৫ জন, সাধারণে ৪৩০ জন এবং সম্পূরক বৃত্তি ১২ জন।

মঙ্গলবার একযোগে সারাদেশে পিএসসির ফলাফল ঘোষণা করা হয়। এবার বৃত্তির টাকার পরিমাণ ও সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার।

চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২১ জন এবং সাধারণে ৫ জন বৃত্তিলাভ করেছে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২৫ জন এবং সাধারণে ৩ জন বৃত্তিলাভ করে।

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল ২০ হাজার ৬৩ জন শিক্ষার্থীর। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯ হাজার ৭৩৮ জন। এদের মধ্যে ৬০৬ জন ছাত্র এবং ৬৫৫ জন ছাত্রী জিপিএ-৫ লাভ করে। জিপিএ-৫ এর মধ্য থেকে ৬৬৭ জনকে বৃত্তি দেয়া হলো।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্যালেন্টপুলে ৬৫ জন, সাধারণে ১০০ জন  এবং সম্পূরকে শূন্য।
আলমডাঙ্গায় ট্যালেন্টপুলে ৭০ জন, সাধারণে ১৪২ জন এবং সম্পূরকে ৬ জন। দামুড়হুদা উপজেলায় ট্যালেন্টপুলে ৫৫ জন, সাধারণে ১০০ জন এবং সম্পূরকে শূন্য। জীবননগর উপজেলায় ট্যালেন্টপুলে ৩৫ জন, সাধারণে ৮৮ জন এবং সম্পূরকে ৬ জন বৃত্তিলাভ করে।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার জানান, সারাদেশে বৃত্তির হার দেড়গুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি বৃত্তির টাকার পরিমাণও বেড়েছে। এবার বৃত্তির পরিমাণ ট্যালেন্টপুলে মাসিক ৩০০ টাকা ও সাধারণ ২২৫ টাকা করা হয়েছে। এর আগে ট্যালেন্টপুলে ২১৫ টাকা এবং সাধারণে ১৫০ টাকা দেয়া হতো। এছাড়া, বৃত্তিপ্রাপ্তরা বিনাবেতনে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা  করতে পারবে। তবে কেউ পড়াশুনা বন্ধ করলে সে আর বৃত্তি পাবেনা।

মন্তব্য