সুইফটের সফটওয়্যারেই ছিল ম্যালওয়্যার
ঢাকা: যুক্তরাষ্ট্রে ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রির্জার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরিতে সুইফটের সফটওয়্যারই হ্যাক করা হয়েছিল। চুরির প্রায় তিন মাস পর একথা জানিয়েছে ব্রিটিশ নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস।
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) মুখপাত্র নাতাশা দেতারান সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। তিন হাজার আর্থিক প্রতিষ্ঠানকে সেবাদানকারী নিরাপত্তা প্রতিষ্ঠান সুইফট, যা বিশ্বের ১১ হাজার ব্যাংকের সঙ্গে কাজ করছে।
সুইফট মুখপাত্র নাতাশা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ক্লায়েন্টের সফটওয়্যার হ্যাকিংয়ের টার্গেট নিয়ে ম্যালওয়্যার ঢুকানোর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। নতুন করে হ্যাকিংয়ে ব্যবহৃত ম্যালওয়্যার অকার্যকর করতে সোমবারই সুইফট তাদের ক্লায়েন্টদের সফটওয়্যারের হালনাগাদ সরবরাহ করছে। একই সঙ্গে সুইফটের সঙ্গে সংযুক্ত বিশ্বব্যাপী সব আর্থিক প্রতিষ্ঠানকে নিজেদের নিরাপত্তা পর্যালোচনা করতে সতর্কবার্তাও পাঠানো হবে বলে জানান প্রতিষ্ঠানের ওই মুখপাত্র।