জামায়াত-বিএনপির ইন্ধনেই এসব হত্যাকাণ্ড
ঢাকা: রাজধানীর কলাবাগানে দু’জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জামায়াত-বিএনপির ইন্ধনে এসব হত্যাকাণ্ড ঘটছে।
সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা ৫ জানুয়ারির নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে শত শত মানুষ হত্যা করেছে, পরবর্তীতে সরকার উৎখাতের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তাদের ইন্ধনেই এসব হত্যাকাণ্ড হচ্ছে।
তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশকে অস্থিতিশীল করে তুলতে ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে তারা (জামায়াত-বিএনপি) এ ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে।
এসব ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলার কোনো অবনতি হয়নি দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের হত্যাকাণ্ডে দেশের আইন-শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। এসব হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সেভাবেই নির্দেশ দেয়া হয়েছে।