কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা
কালকিনি (মাদারীপুর) : জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালু সিকদারকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। এ ঘটনায় পুলিশ রাতেই পাঁচজনকে আটক করেছে।
মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালু সিকদার (৩৮) সাহেবরামপুর আন্দারচর গ্রামের সোলেমান সিকদারের ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত থেকেই এ ইউনিয়নে প্রচার-প্রচারণার শেষ হয়। রাতে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিনের (মোটারসাইকেল) লোকজন ভোট প্রহরা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান সেলিমের (নৌকা প্রতীক) সমর্থকরা জোর করে ওই গ্রামে ঢোকার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালু সিকদারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হয় আরো অন্তত ৫ জন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।