খুলনায় জুটমিলের আগুন নিয়ন্ত্রণে
খুলনা: জেলার দিঘলিয়া উপজেলার মণ্ডল জুটমিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী জানান, বুধবার সকাল সোয়া ৯টায় এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দিঘলিয়া রিভার ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদর দপ্তরের আরো ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় দুইঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।