যে কারণে খেলানো হয়নি নারিনকে

2016_05_05_10_53_58_4rt61xTJ2wuA25IaWN4p7CEx7iNhpW_original

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ মানেই তো সুনীল নারিনের উপস্থিতি! কেকেআরের বেশ কিছু দারুণ মুহূর্তের সঙ্গী এই ক্যারিবীয় স্পিনার। তা ছাড়া শাহরুখ খানের দল যে দু’বার শিরোপা জিতেছে, তাতে অসামান্য অবদান ছিল নারিনের। সেই স্পিনারই কি না এখন কেকেআরের একাদশের বাইরে থাকছেন?

গতকাল বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসের সময় গৌতম গম্ভীর শুধু বলেছিলেন, ‘নারিনের জায়গায় ব্র্যাড হগকে খেলানো হচ্ছে।’ কেন নারিনকে বসানো হলো? এমন প্রশ্নের জবাবে কেকেআর অধিনায়ক বলেন, ‘নারিন ইদানিং সেভাবে ফর্মে নেই। তাই বসানো হয়েছে।’

তবে ম্যাচসেরার পুরস্কারজয়ী আরেক ক্যারিবীয়ান  আন্দ্রে রাসেল দিলেন ভিন্ন তথ্য। স্বদেশীর মান রক্ষার্থেই এ কথা বললেন কি না, কে জানে? আচমকা নারিনকে চোটের খপ্পরে ফেলে দিলেন রাসেল! কেকেআরের তারকা এই অলরাউন্ডার বলেন, ‘নারিনের ডান হাতে চোট! কবে ম্যাচ ফিট হবে কিংবা পরের ম্যাচে খেলবে কি না, তা নিশ্চিত নয়।’

চোট নাকি বসানো হয়েছে নারিনকে? যদি বসানো হয়, তাহলে কিন্তু এটাই প্রথম। নারিন যে কারণেই না খেলুন, খারাপ খবর নিঃসন্দেহে। তবে কেকেআরের এই টিমে ব্যক্তিবিশেষের অনেক আগে সমষ্টি! তা যে-ই হোক না কেন!

মন্তব্য