উত্তরায় যুবকের রহস্যজনক মৃত্যু
ঢাকা : রাজধানীর উত্তরার পশ্চিম থানার উত্তরা হাউজ বিল্ডিংয়ের সামনে কাজী আতিক (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতিক মানিকদী এলাকার বাসিন্দা।
কাজী আতিক উত্তরার ১১ নম্বর সেক্টরের অনন্ত গার্মেন্টসে অফিসার পদে কর্মরত ছিলেন। তার কপালে ছিদ্র রয়েছে। তবে তা গুলি না অন্য কারণে হয়েছে, পরিবারের সদস্য বা ডাক্তাররা বলতে পারেননি এখনও।
আতিকের স্ত্রী জেসমিন আক্তার বাংলামেইলকে বলেছেন, বুধবার রাত ৮টার দিকে কর্মস্থল থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে পড়ে গিয়ে আহত হন আতিক। ওই অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢামেকে রাত ১টায় নিয়ে আসেন। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে চিকিৎসকরা জেসমিনের কথায় আস্থা রাখতে পারছেন না। জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বলেছেন, আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে গুলি করা হয়েছে। ছিদ্রটি কপাল থেকে মাথার পেছন পর্যন্ত বিস্তৃত। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোজাম্মেল হক বাংলামেইলকে বলেছেন, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্ত করলে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।