বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

2016_02_05_21_35_20_eS9U32upnIyBtPG6ikVMb8hqPUdgVK_original

বগুড়া: শেরপুর উপজেলার ঘোগাব্রীজ এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালমনিরহাটের কনক (২৫) ও আতাউর রহমান (২২), বগুড়ার শিবগঞ্জের রেজাউল করিম (৩০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের মিলন মিয়া (২৫)।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে দেওয়ান পরিবহনের একটি বাস বগুড়া আসার পথে ঘোগাব্রীজ এলাকায় মহাসড়কের বাকে বিপরীতমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত এবং কমপক্ষে ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। রাতেই হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাইওয়ে পুলিশ আরো জানায়, মহাসড়কের ওই এলাকায় দ্রুতগতিতে বাস ও  ট্রাকটি চালানোর কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাস-ট্রাকের চালক ও হেলপারের সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য