ইউপির সব সংঘাত ব্যক্তিগত দ্বন্দ্বে
ঢাকা : সারা দেশে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন ধাপে ভোট কারচুপি, ক্ষমতাসীন প্রার্থীদের দৌরাত্ম্য, দ্বন্দ্ব-সংঘাত এবং নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয় ভূমিকায় সর্বস্তরের মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। প্রথম ধাপের ভোট থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল ইউপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, ইসিতে অসংখ্য অভিযোগ জমা দিয়েছে। এখন পর্যন্ত ৪ ধাপের ভোটগ্রহণ শেষে বিভিন্ন স্থানে ৭০ জনেরও অধিক লোকের প্রাণহানি হয়েছে। তবে নির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব-সংঘাত কিংবা প্রাণহানির কারণ প্রসঙ্গে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, ‘রাজনৈতিক কারণে নয়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সকল সংঘর্ষ ও হামলার ঘটনাগুলো ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ঘটেছে এবং ঘটছে।’
রোববার (০৮ মে) বিকেলে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রেড ক্রিসেন্ট সোসাইটি।
দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সেখানে দুজন প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এসব সংঘর্ষ রাজনৈতিক দ্বন্দ্ব থেকে নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়েছে।’
ইউপি নির্বাচনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও এ ধরনের সংঘর্ষ ঘটে থাকে।’
আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা (সাংবাদিক) দেখেছেন, রাজশাহী বাগমারায় যে ঘটনা ঘটেছে। আমরা প্রথমে শুনেছি অনেক মানুষ মারা গেছেন। কিন্তু পরে জানতে পারি দুজন মারা যান। একজন হার্ট হ্যাটাকে, অন্যজন গোলাগুলিতে মারা যান।’
মিরপুরে হরতাল বিরোধী মিছিলে দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে ব্যক্তি পর্যায়ে দুজনের বিরোধ হতে পারে। তবে তা প্রকাশ পাওয়া বাঞ্ছনীয় নয়।’
উল্লেখ্য, কেন্দ্র দখল করে সিল মারা ও জাল ভোট দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শনিবার (০৭ মে) অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়। ছয় ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনে গত ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর শনিবারের (০৭ মে) আগ পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়।