নিজামীর দাফন সম্পন্ন
ঢাকা : শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে বাবা-মার পাশে না হলেও মামার কবরের পাশে দাফন করা হলো মতিউর রহমান নিজামীর লাশ। বুধবার সকাল ৭টায় পাবনার সাঁথিয়ায় মনমথপুর গ্রামে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডের রায় ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে রায় কার্যকরের পর সব আনুষ্ঠানিকতা শেষে পুলিশ প্রহরায় অ্যাম্বুলেন্সে করে তার লাশ মনমথ পুরে নেয়া হয়। সেখানে লাশ গ্রহণ করেন সাঁথিয়া থানা নির্বাহী কর্মকর্তা। এরপর তিনি লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন।
সকাল সোয়া ৬টায় লাশ হস্তান্তরের পর জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করতে ৭টা বেজে যায়।
এদিকে নিজামীর লাশ দান ঠেকাতে গ্রামের প্রবেশপথ দৌলতপুর তিন মাথা এলাকায় জেলা, সদর উপজেলা ও নিজামীর নিজ এলাকার তরুণ প্রজন্ম ছাত্রলীগসহ প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা অবস্থান নিলেও প্রশাসনের হস্তক্ষেপে তাদের সরিয়ে দেয়া হয়।