পলাতক হাজতি জখম অবস্থায় উদ্ধার
ঝিনাইদহ : জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার রেললাইনের পাশ থেকে হাতকড়া ও কোমড়ে রশি বাঁধা ফারুক (১৭) নামে এক পলাতক হাজতিকে জখম অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। ফারুক দিনাজপুর জেলার বিরল উপজেলার লক্ষীপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে এলাকাবাসী খবর দেয় মহিষাহাটি এলাকায় এক যুবক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পকেটে দিনাজপুর কারাগারের একটি কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে ট্রেন থেকে লাফ দিয়েছে। সে কোমরে ও হাত-পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
যশোর জেলা কারাগারের এসআই নুর ইসলাম জানান, রাতে ট্রেনে দিনাজপুর থেকে তাকে যশোর কিশোর সংশোধনাগারে নিয়ে আসা হচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জের মহিষাহাটা এলাকায় সে ট্রেন থেকে লাফিয়ে পড়ে। ফারুক হোসেন একজন কিশোর কয়েদি।