প্লে-অফে কে কার প্রতিপক্ষ?

2016_05_23_01_45_42_Ltp93mOroRJepTYrBg4mQYwLM1H9tj_original

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের গ্রুপপর্বের খেলা শেষ। ইতোমধ্যে প্লে-অফে খেলার জন্য চারটি দল নির্ধারিত হয়ে গেছে। দলগুলো হচ্ছে- ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে থাকা গুজরাট লায়ন্স, সমান ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। এখন প্রশ্ন হচ্ছে, প্লে-অফে কে কার প্রতিপক্ষ?

এই পর্বে রয়েছে দুটি কোয়ালিফায়ার ম্যাচ ও একটি এলিমিনেটর ম্যাচ। পয়েন্ট তালিকায় সেরা দুই দল অর্থাৎ গুজরাট ও বেঙ্গালুরু মুখামুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ মে। এই ম্যাচে যে দল জিতবে, সেই দল সরাসরি চলে যাবে স্বপ্নের ফাইনালে।

প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে না। ফাইনালে ওঠার জন্য তারা আরেকটি সুযোগ পাবে। পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা হায়দরাবাদ ও কেকেআরের মধ্যকার এলিমিনেটর ম্যাচটি থেকে বিজয়ী দলের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।

এদিকে ২৫ মে দিল্লির ফিরোজ শাহ কোটলায় হায়দরাবাদ ও কেকেআরের মধ্যকার লড়াইয়ে যে দল হারবে, সেই দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। বলার অপেক্ষা রাখে না যে এখান থেকে বিজয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে। আর এটাই হলো দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ২৭ মে এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। এখান থেকে বিজয়ী দল ফাইনালের টিকিট পাবে।

চলতি আইপিএলের আসরের সেরা চার দলের লড়াই উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছেন গোটা বিশ্বের ক্রিকেটভক্তরা। বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দলের মধ্যকার লড়াইটা ফের উপভোগ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। আগামী ২৫ মে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও হায়দরাবাদ। যে দল হারবে তারাই বিদায় নেবে। জয়ী দলের ফাইনালের আশা টিকে থাকবে। দেখা যাক, কী হয়! আগামী ২৯ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ (ফাইনাল)।

মন্তব্য