৪০ লাখ টাকার কোকেনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

2015_12_11_18_03_49_KjBLBfpg2fM6xz1aVUp3XbvnnDY5jb_original

ঢাকা: ৪০ লাখ টাকার কোকেনসহ আলতাফ হোসেন (৩৫) নামের এক কোকেন ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৭ শ’ পুড়িয়া হিরোইন ও ৩ শ’ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

সোমবার (৩০ মে) সকালে তথ্যটি জানিয়েছেন ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

তিনি জানান, গতকাল ভোরে ভাষানটেক এলাকার ৪নং বস্তির রাবিশের মোড় এলাকা থেকে আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার নামে মাদক ও অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।

ওসি আরো জানান, গ্রেপ্তার হওয়া আলতাফ হোসেন নিজেকে জাসদ কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন।

ভাষাণটেক থানার এসআই আসিফ ইকবাল জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানটি পরিচালনা করেন। তবে এসময় আলতাফ হোসেনের অন্যসহযোগীরা পালিয়ে যায় বলেও জানান তিনি।

মন্তব্য