মুস্তাফিজকে অভিনন্দন জানাল সাসেক্স

2016_05_30_13_33_49_LUPRHDeMMpJgQ6SXvbPxJuHah9XM53_original

ঢাকা: আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছে ইলিংশ কাউন্টির ক্রিকেট ক্লাব সাসেক্স। সেই সঙ্গে তার দল সানরাইজার্স হায়দরাবাদকেও অভিনন্দন জানিয়েছে।

মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে তার সঙ্গে চুক্তি করেছে সাসেক্স। নাটওয়েস্ট ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের আশ্চর্য প্রদীপকে পেতে আশায় বুক বেধে আছে ইংলিশ ক্লাবটি।

মুস্তাফিজ আইপিএলে খেলার কারণে সাসেক্সে খেলতে যেতে পারেননি। এবার খেলতে যেতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কিন্তু নিজেদের দলের খেলোয়াড়ের সাফল্যে অভিনন্দন জানাতে ভুল করেনি ক্লাবটি।

রোববার ফাইনাল ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফিজকে অভিনন্দন জানায় সাসেক্স।

টুইটারে লিখেছে, ‘আইপিএল জেতায় মুস্তাফিজ ও সানরাইজার্সকে অভিনন্দন। ক্রিস জর্ডান ও ডেভিড উইজির প্রতি সমবেদনা।’

ইংল্যান্ডের ক্রিকেটার  ক্রিস জর্ডান ও ডেভিড উইজি বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। তাদের দল ফাইনালে হেরেছে।

মন্তব্য