টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কুলাসেকারা

2016_06_01_10_34_10_acboKRSzA9RcFuz2Ld8OL8AR076BqA_original

ঢাকা: দুই বছর আগে সব শেষ টেস্ট ম্যাচ খেলেছেন নুয়ার কুলাসেকারা। ইনজুরির সঙ্গে লড়াই করে এই ফরম্যাটে শ্রীলঙ্কার জাতীয় দলে সুযোগ হচ্ছে না তার! ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেও একাদশে ছিলেন না তিনি। সুতরাং এখনই টেস্ট ক্রিকেটকে ছেড়ে দেয়ার মোক্ষম সময় বলে মনে করলেন কুলাসেকারা। তাই বুধবার দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলে দিলেন লঙ্কান এই পেসার।

নুয়ার কুলাসেকারা বলেন, ‘এই মুহূর্তে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়াটাই আমার জন্য শ্রেয়। অনেক কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, এটা আমাকে ওয়ানডে ও টি২০তে ভালোভাবে খেলতে সাহায্য করবে। শ্রীলঙ্কার হয়ে এই দুই ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চাই।’

২০০৫ সালে শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক ঘটে কুলাসেকারার। দেশের হয়ে ২১টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ৩৭.৩৭ গড়ে ৪৮টি উইকেট লাভ করেছেন ৩৩ বছর বয়সী এই বোলার। ব্যাট হাতে করেছেন ৩৯১ রান। এর মধ্যে রয়েছে একটি ফিফটিও।

মন্তব্য