আজম খানের স্মরণে গাইবেন তার মেয়ে

2016_06_02_14_19_44_KrHj1lhjaf3RmLNrULt12nlHgV1PEm_original\

ঢাকা: ২০১১ সালের ৫ জুন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের পথিকৃত আজম খান। তার গান ্আজও নাড়া দেয় শ্রোতাদের মনে। নতুন প্রজন্মের অনেকেই গেয়েছেন তার গান। এবার গাইবেন আজম খান কন্যা ইমা খান।

৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩ জুন বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ গানের অনুষ্ঠান  ‘সময় কাটুক গানে গানে’। এতে আজম খানের মেয়ে ইমা খান ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন তাশমনি ও জিয়াউল হাসান পিয়াল।

আগামীকাল শুক্রবার রাত ১১টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে আজম খানের জনপ্রিয় এবং কালজয়ী সব গান পরিবেশন করা হবে।

ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, রেললাইনের ওই বস্তিতে, অনামিকাসহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে আজম খানের। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে যাবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আসিফ রহমান ও আলমগীর রাসেল।

মন্তব্য